এশিয়াকাপ ফাইনালে মাত্র ৫০ রান ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার দলীয় সংগ্রহ। ক্রিকেট ইতিহাসে যা ফাইনে লজ্জা জনক হারের তালিকায় ইতিহাস হতে যাচ্ছে।
এশিয়া ক্রিকেটে শ্রেষ্ঠত্বের লড়াইয়ের পর্দা নামছে আজ। শিরোপার লড়াইয়ে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে ভারত। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হয়। ফাইনালের মঞ্চে টস জিতে শ্রীলঙ্কা। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হয়।
ভারতের জেতা সর্বশেষ ট্রফির নাম এশিয়া কাপ। ২০১৮ খ্রিষ্টাব্দে সপ্তমবারের এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট জয়ের পর থেকে শিরোপা খরায় ভুগছে তারা। আজ আবার সেই এশিয়া কাপের ফাইনাল খেলতে নামেছে ভারত। পাঁচ বছরের খরা ঘোচাতে রোহিত-কোহলিরা মরিয়া হয়ে খেলবেন। এশিয়া কাপের সপ্তম শিরোপা জয়ী শ্রীলঙ্কাও দৃঢ়প্রতিজ্ঞ ছিল।
কিন্তু ব্যাটিং ব্যার্থতায় ক্রিকেট ইতিহাসে ফাইনালে এটাই সর্বনিন্ম স্কোর!