USA ভিসা পাওয়ার পরেও কীভাবে ভিসা ক্যান্সেল হতে পারে

USA ভিসা পাওয়ার পরেও কীভাবে ভিসা ক্যান্সেল হতে পারে

USA ভিসা

আপনাদের সাথে প্রতিনিয়ত আপনাদের ইমিগ্রেশন ভিসার প্রসেসিং এবং বিভিন্ন সফলতার গল্প শেয়ার করি। যেটা আসলে আমাকে আনন্দ যেয় যে সঠিকভাবে প্রসেসিংটা করতে পারেন। আপনারা যাতে সঠিকভাবে দীর্ঘ ইমিগ্রেশন Journey টা fulfil হয় এবং আপনি সফলভাবে USA তে যেতে পারেন। আজকে আপনাদের সাথে একটা দুসংবাদ বা হতাশার গল্প শেয়ার করবো। এটা শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করার কারণ হচ্ছে আর কোনো ভাই বা বোন যেন এরকম কোনো হতাশায় নিমজ্জিত না হয়। কী কারণে ইমিগ্রেশন ভিসা হওয়ার পরও আপনার ইমিগ্রেশন ভিসাটি বাতিল হতে পারে। সেই জিনিসটা আজকে আপনাদের সাথে একটু ক্লিয়ার করার চেষ্টা করবো। যেটার মাধ্যমে আপনারা যারা বিভিন্ন প্রসেসিং -এ আছেন তারা যাতে সতর্কভাবে পরবর্তী স্টেপগুলো নিতে পারেন।

আপনারা যারা F2A, F2B এবং F4 ক্যাটাগরির ডিপেন্ডেড পেন্ডিং আছেন, এই ক্যাটাগরিতে অবশ্যই আপনাকে unmarried থাকতে হবে। সেখানে কিছুতেই আপনারা Married হতে পারবেন না। এটা অফিশিয়ালি  হোক বা আনঅফিশিয়ালি হোক কোনো কারণে যদি USA এম্বাসির কাছে বা স্ট্যাড ডিপার্টমেন্টের কাছে এধরনের কোনো Information যায় যে আপনি Married তাহলে কিন্তু সাথে সাথে আপনার ভিসাটি ক্যান্সেল করে দিবে । আপনারা এসব ব্যাপারে সতর্ক থাকতে হবে। অনেকে ভিসা হয়ে যাওয়ার পরেও বিয়ে করেন, এই ব্যাপারেও আপনারা সতর্ক থাকবেন। এই আইনটা হচ্ছে এরকম যে আপনাকে USA তে Unmarried থাকতে হবে। তাই আপনারা খুব সতর্ক থাকবেন এ ব্যাপারে নিজেরা আইন অনুযায়ী যে কোন ক্যাটাগরিতে আপনাকে ম্যাচ করতে পারে। সে ব্যাপারে সজাগ থাকবেন। যে কোনোভাবেই যেন কোনো Information যেতে না পারে বা কোনো জায়গায় যাতে কোনো confused না হয়। তাহলে আশা করি বুঝতে পারছেন যে কী কারণে ভিসা পাওয়ার পরেও ভিসাটি ক্যান্সেল হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *