নির্বাচনে বাধা দেখা গেলে রাস্তায় নামতে হবে – BNP

Spread the love

BNP মহাসচিব মির্জা ফখরুল জানিয়েছেন – নির্বাচনে বাধা দেখা গেলে রাস্তায় নামতে হবে।

BNP

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চীন সফর দু’দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে ‘ইতিবাচক’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘ড. ইউনূসের চীন সফরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিএনপি ইতিবাচক। ভূরাজনৈতিক কারণেই চীনের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলাটা জরুরি।’

রবিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। একই সঙ্গে মির্জা ফখরুল চীন, ভারত, পাকিস্তান ও মিয়ানমারের মতো গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রক্ষার ওপর গুরুত্বারোপ করেন।

জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘কিছু কিছু মহল সচেতনভাবে নির্বাচনকে পিছিয়ে দিতে চায়। নির্বাচনে বাধা দেখা গেলে রাস্তায় নামতে হবে। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নয়, জণগনের বৈধতার জন্য নির্বাচনের কথা বলছে। নির্বাচিত সরকারের শক্তি আর অনির্বাচিত সরকারের শক্তি এক নয়।’

বিস্তারিত — https://facebook.com/profile.php?id=61572285132702

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *