মজার মজার সব ধাঁধা
১। মেয়েরা পেন্টের নিচে কি পড়ে?
উত্তর – জুতা।
২। ঘর আছে দুয়ার নেই, মানুষ আছে কিন্তু কথা নেই।
উত্তর : কবর।
৩। আমি তুমি একজন দেখিতে একরূপ আমি কত কথা কই তুমি কেন থাক চুপ।
উত্তর : নিজের ছবি।
৪। শুঁড় দিয়ে করি কাজ নই আমি হাতি, পরের উপকার করি তবু খাই লাথি।
উত্তর : ঢেঁকি।
৫। টুকি সাহেব প্রতিদিন মুরগির সাথে রুটি খায় তাও তিনি নিরামিষ ভোজি কিভাবে।
উত্তর : মুরগিটি তার পোষা ছিল।
৬। আপনি তাকে ধরতে পারলে মেরে ফেলবেন আর ধরতে না পারলে সে আপনার সঙ্গে থাকবে।
উত্তর : উকুন।
৭। কোন জিনিস টা পুরুষ লুকিয়ে রাখে এবং মহিলা দেখিয়ে চলে।
উত্তর : পার্স, মানিব্যাগ।
৮। বুদ্ধি যদি তোমার থাকে ভাই বলো দেখি কোন সুখে সুখ নাই।
উত্তর : অসুখ।
৯। কোন ফুল, ফুল নয়।
উত্তর : বিউটিফুল।
১০। কি টানলে ছোট হয়।
উত্তর : সিগারেট।
১১। কোন কার চলে না।
উত্তর : কুকার।
১২। জল ছাড়া নদী,পাথর ছাড়া পাহাড় এবং মানুষ ছাড়া শহর কোথায় পাওয়া যায়।
উত্তর : একটি ম্যাপে।
১৩। বেঁড়ে যদি যায় একবার, কোনো ভাবেই কমে না।
উত্তর : বয়স।
১৪। গরম নয়, ঠাণ্ডাও নয় কিন্তু আমরা ফুঁ দিয়ে খাই।
উত্তর : বাদাম ভাজা।
১৫। লাল গরু বন খায়, জল দিলে মরে যায়।
উত্তর : আগুন।
১৬। কোন মা ভাত দেয় না।
উত্তর : সিনেমা।
১৭। কোন জিনিস বাচ্চা থেকেই বুড়ো।
উত্তর : বুড়ো আঙ্গুল।
১৮। জ্বলে কিন্তু পোড়ে না, কোন সে প্রানী বলো তো।
উত্তর : জোনাকি।
১৯। চার পায়ে বসে,আট পায়ে চলে রাক্ষস নয় খোক্ষস নয়,আস্তে মানুষ গেলে
উত্তর : পালকি।
২০। একটুখানি জলে মাছ কিলবিল করে, কারোর বাবার সাধ্য নেই হাত দিয়ে ধরে।
উত্তর : ফুটন্ত ভাত।
২১। গাভী দুধ দেয়, মুরগি ডিম দেয়, কে আছে একসাথে দুটোই দেয়।
উত্তর : দোকানদার।
২২। শীতকালে যার নেইকো মান, গরমকালে পায় মান।
উত্তর : পাখা।
২৩। বলতে পারবেন কোন জিনিস কালো থাকলে পরিষ্কার আর সাদা থাকলে নোংরা।
উত্তর : ব্ল্যাকবোর্ড।
২৪। কোন চুড়ি, চুড়ি নয়।
উত্তর : খিচুড়ি।
২৫। কোন সাগর, সাগর নয়।
উত্তর : বিদ্যাসাগর।
২৬। আমি নিজে খাই না, আমি নিজের মুখে অন্যকে খাওয়াই আমি কে।
উত্তর : চামচ।
২৭। কোন জিনিসের পা নেই, কিন্তু সে খুব জোড়ে ছোটে একবার চলে গেলে আর কোনো দিন ফিরে আসে না।
উত্তর : সময়।
২৮। এপারে বুড়ি মরলো, ওপারে গন্ধ ছড়ার।
উত্তর : কাঁঠাল।
২৯। একটা পুকুরের মাঝখানে একটা পদ্ম ফুল ফুটেছে, জল না নড়লে কিভাবে ফুলটি তুলে আনবেন।
উত্তর : ক্যামেরার সাহায্যে।
৩০। কোন জিনিসের দাঁত আছে কিন্তু সে খেতে পারে না।
উত্তর : চিরুনী।
৩১। অতি ক্ষুদ্র জিনিসটা বহন করে মানুষটা ?
উত্তর : জুতো।
৩২। জিনিসটা কাটলে একটা হবে না কাটলে দুইটা হবে।
উত্তর : দুটো জমির মাঝের আল।
৩৩। মাটির নিচে তার বাড়ি ,পরনে তার লাল শাড়ি, ঘুরে বেড়ায় লোকের বাড়ি বাড়ি।
উত্তর : পিঁয়াজ।
৩৪। তোমার কোন জিনিস তুমি কম ব্যবহার করো, আর অন্যরা বেশি ব্যবহার করে।
উত্তর : তোমার নাম।
৩৫। গ্ৰীষ্মকালে আমরা সবাই আনন্দ করে খাই, পেট ভরে না তবু আরো খেতে চাই।
উত্তর : বাতাস।
৩৬। কম দিলে যায় না খাওয়া, বেশি দিলে বিষ, মা বলে বুঝে শুনে তার পর দিস।
উত্তর : নুন।
৩৭। কোন তরকারিতে লবন লাগে না।
উত্তর : নোনা ইলিশ।
৩৮। পাতা আছে গাছ নাই শব্দ আছে কথা নাই।
উত্তর : বই।