ব্যারিস্টার সুমনের সংসদে কঠিন বার্তা
দব্যমূল্যের অবস্থা খুব খারাপ মাননীয় স্পিকার, আমাদের ব্যাংকগুলোর অবস্থা খুব খারাপ মাননীয় স্পিকার, টাকা পাচার কোন ভাবে বন্ধ করা যাচ্ছে না মাননীয় স্পিকার। — ব্যারিস্টার সুমনের এই কথাগুলো যেন ২০ কোটি মানুষের মুখ দিয়ে সংসদে উচ্চারিত হলো। এই কথাগুলো খুবই প্রসংশিত হয়েছে সোশিয়াল মিডিয়ায় এবং সাধারণ মানুষ ব্যারিস্টার সুমনকে এই কথাগুলো বলার কারণে বিশেষভাবে ধন্যবাদ দিচ্ছেন।
মহান সংসদে তিনি তার বক্তব্যের শুরুতে খুবই সংসদ ও সরকারের ব্যাপক প্রসংশা করেন। তিনি এ সময় উল্লেখ করেন, সংসদে তিনি সরকারের বিরোধীতা করলেও তিনি মুক্তিযুদ্ধের পক্ষের এবং জাতীর জনক বঙ্গবন্ধুুর আদর্শের পক্ষে থাকবেন। এই ইস্যুতে বর্তমান সরকারের সাথে তিনি এক ও অভিন্ন অবস্থানের কথাটি উল্লেখ করেছেন।
হেসে হেসে ব্যারিস্টার সুমন সংসদে সরকারের প্রসংশা করলেও সরকারের যে দুটি বিষয়ে সমালোচনা করেছেন এজন্য তার এই বক্তব্য সোশিয়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং সবাই ধন্যবাদে ভাসাচ্ছেন।