মহাসংকট – সংবিধান ছুড়ে ফেলে দেয়া ছাড়া কোন বিকল্প নেই বর্তমান সরকারের সামনে

Spread the love

বর্তমান সরকারের উচিত সংবিধান ছুড়ে ফেলা দেয়া এবং নিজেদের বিপ্লবী সরকার হিসাবে ঘোষনা করা। তা না হলে ৯০ দিনের মধ্যে অবশ্যই নির্বাচন দিতে হবে নতুবা ফাসিতে ঝুলতে হবে। তাই ডা ইউনূস সরকারকে অবশ্যই এই সংবিধান ফেলে দিয়ে নতুন সংবিধান তৈরি করতে হবে এবং নিজেদের আচরণ বিপ্লবী সরকারের ন্যায় করতে হবে।

ভিডিওতে বিস্তারিত আলোচনা রয়েছে

তবে অনেকেই এর দ্বিমত প্রকাশ করছেন। নতুন সংবিধান তৈরি করা হলে এবং বর্তমান সংবিধান ফেলে দেয়া হলে যে রাজনৈতিক সংকট তৈরি হবে তা বর্তমান সরকার সামাল দিতে পারবে না। ফলে দেশ গৃহযুদ্ধের দিকে চলে যেতে পারে।

#জুলাই #বিপ্লব #সরকার #ফাসি #রায় #সংবিধান #হাইকোর্ট #রায়#

One thought on “মহাসংকট – সংবিধান ছুড়ে ফেলে দেয়া ছাড়া কোন বিকল্প নেই বর্তমান সরকারের সামনে

  1. ফ্যাসিস্ট শিবির সমন্বয়করা যেন পালাতে না পারে … পাহারায় থাকুন!
    দেশে খেলাফত কায়েম করাই এদের ফাইনাল মাস্টারপ্ল্যান! দেশের ক্ষয়ক্ষতির, মানুষের কষ্টের তোয়াক্কা এরা করে না/করবে না, সাধারণ মানুষকে ব্যবহার করে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে… যেমন কোটা আন্দোলন … লিখে রাখুন… হয়তো যুদ্ধর প্রস্তুতি নিচ্ছে… দেশ সাবধান

Comments are closed.