মালটা জব এ্যাপ্লিকেশন
আজকে আমরা যে দেশের জব ভিসা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে মালটা। আর মালটাতে একটি চমৎকার জব রয়েছে সেটি হলো লন্ড্রি জব। লন্ড্রি জব মানে হলো কাপড় ইস্ত্রি করা। আপনি যদি ইন্টারেস্ট হন এই ধরনের জব আবেদন করবেন তাহলে এই পুরো পোস্টটা পড়তে হবে। আর সবচেয়ে বড় সুবিধা হলো স্যালারি খুবই ভালো। আপনি মাসে দুই হাজার ইউরো। দুই হাজার ইউরো বাংলাদেশের ভালো টাকা বলা যেতে পারে, তিন লাখ টাকার কাছাকাছি। তো আপনারা যদি ওভারটাইম কাজ করেন তাহলে আরও বেশি পেতে পারেন।
আর সবচেয়ে মজার বিষয় হলো এখানে কোনো ভাষাগত দক্ষতা লাগে না। আপনার শুধু শারীর ফিটনেস লাগবে একাউন্ট দক্ষতা, অভিজ্ঞতা কিছুই চাইবে না। যেকেউই আবেদন করতে পারবেন।
প্রথমে যে টপিকগুলো থাকবে, আপনি কোন লন্ড্রি জব নিয়েছেন মালটায়। আপনি জবগুলোতে আবেদন করবেন কীভাবে সেই প্রসেসগুলো আপনাদের জন্য তুলে ধরা হবে। মোবাইল থেকে কীভাবে আবেদন করবেন, ই-মেইল থেকে কীভাবে আবেদন করবেন। আপনি সেই প্রসেসগুলো অনুসরণ করে সহজেই নিজে নিজে আবেদন করতে পারবেন। তারপরও আপনার কিছু ডকুমেন্ট্ও রেডি করতে হবে। বিশেষ স্ট্যান্ডার্র্ড মানের CV, Cover Letter, সেগুলো আপনি কীভাবে করবেন সব প্রসেসগুলো জানতে আপনাকে পুরো পোস্টটা পড়তে হবে। তাহলে নিজে নিজে আপনার সব কাজ আপনি করতে পারবে।
আজকের আলোচনায় প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো মালটায় যে এথিন্টিক জবগুলো রয়েছে সেগুলোর নাম। যেমন: লন্ড্রি জব, লন্ড্রি সুপারবাইজার এই ধরনের জবগুলো কোথায় খুঁজে পাবেন। তো এই জবগুলোর স্যালারির কথা আগেই বলা হয়েছে যে, দুই হাজার ইউরো মতোন বেতন পাবেন। আপনার যে সুবিধাগুলো রয়েছে।আপনি কোম্পানি থেকে থাকা খা্ওয়া, সবকিছু ফ্রিতে পাবেন। তারপর আপনার পেনশন রয়েছে , বোনাস রয়েছে।
তাছাড়া আপনার চিকিৎসার খরচ কোম্পানী বহন করবে। যেহেতু মালটা একটা সেনজন ইউরোপীয়ান দেশ সেহেতু একটা ইন্সুরেন্স করতে হয়। ট্রাভেল ইন্সুরেন্স, হেল্থ ইন্সুরেন্স, ডেন্টাল ইন্সুরেন্স, সেগুলো কিন্তু আপনাকে কোম্পানী থেকে করে দেবে। এই বেনিফিট আপনার জন্য থাকবে। এছাড়া আপনাদের জন্য যে সুবিধা থাকতে পারে তা হলো ভিসা স্পনসরশীপ। ভিসা স্পনসরশীপের সবচেয়ে বড় সুবিধা হলো আপনাকে সর্বোচ্চ বিমান ভাড়া খরচ বহন করতে হবে। আর কোনো খরচ করতে হবে না। এটি একটা চমৎকার সুবিধা। তো আপনার যদি বয়স ১৮-৬০ বছর হয় আর আপনি শারীরিকভাব ফিট থাকেন। তাহলে আপনি এই লন্ড্রি জবে আবেদন করতে পারবেন। তো আপনাকে এখানে আবেদন করতে অবশ্যই স্ট্যান্ডার্র্ড মানের সিভি, স্ট্যান্ডার্র্ড মানের কাভার লেটার রেডি করতে হবে। তা না হলে কিন্তু তারা আবেদনটা গ্রহণ না্ও করতে পারে। আপনার আবেদন করলে গ্রহণ করলে তারা সিলেকশন করে ইন্টারভিউ নিতে পারে।
তো আপনি কীভাবে কাভার লেটারটি রেডি করবেন। কাভার লেটারটি রেডি যেগুলো লাগবে যেমন: কাভার লেটারটি এক পেজে লিখতে হবে। আপনি মালটা কেন যেতে চান। আপনার বিষয়গুলো দিয়ে দিবেন। আপনি কী কাজে দক্ষতা অর্জন করেছেন এবং আপনি এই কাজে কোন দক্ষতা যদি থাকে, কেন তারা আপনাকে নিয়োগ দিবে। তো সে বিষয়টি একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। এভাবেই হয়ে যাবে একটা স্টান্ডার্র্ড মানের কাভার লেটার।
তারপর রেডি করতে হবে একটি স্ট্যান্ডার্র্ড মানের সিভি । তো সিভি রেডি করতে ডকুমেন্ট লাগে। বিশেষ করে আপনার NID কার্ড, পাসপোর্টে অবশ্যই মিল থাকতে হবে NID এর সাথে। তারপর আপনার Linkdin প্রোফাইল, ইমেইল ঠিকানা, হোয়াটঅ্যাপ বা ফোন নাম্বার তারপর যদি আপনার দক্ষতার কাগজপত্র থাকে। আপনার অভিজ্ঞতা বা সার্টিফিকেটগুলো থাকে তাহলে একটা স্ট্যান্ডার্র্ড সিভি রেডি করতে পারবেন। সেটি কীভাবে সাজাবেন সেটি হলো খুবই গুরুত্বপূর্র্ণ বিষয়। প্রথমে আপনার NID কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নাম,পার্সনাল ডিটেলস এড করে নিবেন।
তারপর আপনার Linkdin এর প্রোফাইল । Linkdin প্রোফাইলে যে আপনি লন্ড্রির কাজ করবেন সেই জন্য তার অভিজ্ঞতা দেয়ার চেষ্টা করবেন। তারপর দিতে হবে পাসপোর্ট সাইজের ছবি, তারপর দিয়ে দিবেন আপনার কাজের অভিজ্ঞতা working history, education Background তারপর যদি কোনো ট্রেনিং থেকে থাকে। তাহলে Training certificate, Digital Skill । তারপর দিয়ে দিবেন আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিডেন্সি। তো আপনাকে ডিউটি করতে হবে সপ্তাহে ৫ দিন। প্রতিদিন আপনি ৮ ঘন্টা করে কাজ করতে পারবেন। আপনি সপ্তাহে দুদিন ছুটি পাবেন। আর সেই দুইদিন হলো শুক্রবার, শনিবার । এই দুইদিন আপনি ওভার টাইম করতে পারবেন। আপনি যতবেশি ওভারটাইম ডিউটি করতে পারবেন ততো বেশি সেলারি হাই হবে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন।